প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ২০:১৫
হাজীগঞ্জে নারীর কাছে পাওয়া গেলো ৬ কেজি গাঁজা
হাজীগঞ্জে পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আলেয়া বেগম (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (১ অক্টোবর) উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের উচ্চঙ্গা গ্রামের চাঁদপুুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কৈয়ারপুল রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (নং- ২) দায়ের করে পুলিশ।
|আরো খবর
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা রেলক্রসিং সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খুরশীদ আলমসহ সঙ্গীয় ফোর্স। এসময় সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশীকালে আলেয়া বেগমের কাছ থেকে মোট ৬ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়।
আলেয়া বেগম পুলিশকে জানান, তিনি দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা কুমিল্লা হতে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে চাঁদপুরের বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয় করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ হাজীগঞ্জ থানা পুলিশ। তিনি বলেন, তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রা করতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান এবং তথ্য দাতার নাম-ঠিকানা গোপন রাখার নিশ্চয়তা দেন।